ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ আ’লীগ সভাপতিকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, অক্টোবর ১৩, ২০১৬
ময়মনসিংহ আ’লীগ সভাপতিকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

ময়মনসিংহ: নবগঠিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা ছাত্রলীগ।

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে তাকে জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিবের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় ছাত্রলীগ নেতা সবুজ, খোকন, সানি, সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সব কাজে সহযোগিতার জন্য জেলা ছাত্রলীগ প্রস্তুত, এমন কথা জানিয়ে রকিবুল ইসলাম রকিব বলেন, নেত্রী আপনাকে জেলা আওয়ামী লীগের গুরু দায়িত্ব দিয়েছেন। আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও স্বচ্ছ ইমেজে ভর করে নেতা-কর্মীরা বিএনপি-জামায়াত জোটের সব ষড়যন্ত্র রুখে দেবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমএএএম/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।