ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ জেলা জাসদের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, অক্টোবর ১৩, ২০১৬
ময়মনসিংহ জেলা জাসদের বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ: জঙ্গি ও তাদের সঙ্গীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশব্যাপী দাবি দিবসের কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাসদ।

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় নগরীর জেলা জাসদ কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাসদ নেতা রতন সরকার, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, পারভেজ শাহনেওয়াজ লিটন, আমিনুল ইসলাম, ছাত্র নেতা রাকিব মাহমুদ প্রমুখ।

এর আগে এক সমাবেশে জেলা জাসদ সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন বলেন, দেশ থেকে জঙ্গি নির্মূল করতে হবে। জঙ্গি সঙ্গীদের রাজনৈতিক ময়দানে বর্জন এবং তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমএএএম/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।