ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছাত্রদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, অক্টোবর ১৩, ২০১৬
ফেনীতে ছাত্রদল নেতা গ্রেফতার

ফেনী: ফেনীর মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের নেতা কাজী নজরুল ইসলাম দুলালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে ফেনী জর্জ কোট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেনীর ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে হরতাল অবরোধে হামলা ভাঙচুরসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
   
এদিকে, জেলা ছাত্রদলের সভাপতি মেসবাহ উদ্দিন বলেন, ‘সরকারের ষড়যন্ত্রমূলক মামলায় কাজী নজরুল ইসলাম দুলালকে আটক করা হয়েছে। সে কোনো অপরাধ করেনি’।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।