ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও সম্পর্ক রাখতে হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, অক্টোবর ১৫, ২০১৬
চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও সম্পর্ক রাখতে হবে

ঢাকা: দেশের উন্নয়নের  জন্যই চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন বলে জানিয়েছেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার (অক্টোবর ১৫) সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিদায় জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা  চীনের সঙ্গে যেমন কাজ করছি,  তেমন ভারতের সঙ্গেও কাজ করছি।

  সবার সঙ্গেই আমাদের সম্পর্ক রাখতে হবে। একা আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব নয়। '

প্রায় ৩০ বছর পর চীনের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে করলেন।

দু’দিনের রাষ্ট্রীয় সফর শেষে শনিবার সকালে ফিরে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।

এ সফরকে ঐতিহাসিক অ্যাখ্যা দিয়েছে দুদেশই।

অাওয়ামী লীগের  সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, 'চীন এখন সুপার পাওয়ার। এটা মেনে নিতে হবে। আমরা এখন পর্যন্ত তাদেরকে গঠনমূলক দেখেছি। চীনকে নিয়ে আতংকের কোনো কারণ নেই। '

বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া চীন  নিজেদের সঙ্গে সঙ্গে আঞ্চলিক উন্নয়নেও সহযোগিতা করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে জনপ্রশাসন মন্ত্রী  বলেন, গত পাঁচ-সাত বছর ধরে চীনের সঙ্গে অামরা নিবিড়ভাবে কাজ করছি। এ অভিজ্ঞতা থেকে দেখেছি,  পশ্চিমা বিশ্ব বলে, কিন্তু বাস্তবায়নে খুবই কম করে। কিন্তু,  বাস্তবায়নের ক্ষেত্রে চীন খুব তৎপর। কোনো সময়েই ফাঁকি দেয় না। '

জিনপিংয়ের ঢাকা সফরকে  সফল দাবি করে সৈয়দ অাশরাফ  বলেন, 'কত টাকা দিলো, কত চাল দিলো, কত ডাল দিল- এটা নিয়ে অনেকে খোঁচাখুচি করতে পারেন। তবে বিষয়টা হলো- কানেকটিভিটি। চীন আমাদের সঙ্গে আছে; এটাই একটা পরিপূর্ণ বিষয়। '

এ সফরে দুদেশের মধ্যে বিদ্যমান সর্বাত্মক অংশীদারিত্ব ও সহযোগিতার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার পর্যায়ে নিতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন।

এর ক্ষেত্রগুলো কী হবে এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, 'রাজনৈতিক, অর্থনৈতিক, শিল্প-সাহিত্য, নিরাপত্তা সব কিছু জড়িত। শুধু ব্যবসা-বাণিজ্য নয়। চীনের সঙ্গে আমাদের অনেক কিছু আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমাদের এই অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষা। এটা আমাদের অগ্রাধিকার। '

কমিউনিস্ট চীনের কোনো প্রেসিডেন্টের সফর এদেশের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে জানতে চাইলে তিনি বলেন, 'তারা (চীন) এক সিস্টেমে চলে, আমরা এক সিস্টেমে চলি। আমরাও তাদের সিস্টেম নিয়ে সমালোচনা করি না। তারাও আমাদের সিস্টেম নিয়ে সমালোচনা করে না। '

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
জেপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।