ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা মাজহারুল গ্রেফতারে ফখরুলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, অক্টোবর ১৭, ২০১৬
বিএনপি নেতা মাজহারুল গ্রেফতারে ফখরুলের নিন্দা

ঢাকা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।

ফখরুল বলেন, ‘বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বর্তমান শাসকগোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে।

তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার।

এরই ধারাবাহিকতায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতার করা হয়েছে। ডা. মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।