ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হজরত শাহ মখদুমের মাজার জিয়ারতে নতুন চেয়ারম্যন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
হজরত শাহ মখদুমের মাজার জিয়ারতে নতুন চেয়ারম্যন মাজার জিয়ারতের সময় নতুন চেয়ারম্যন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার পরিষদের সদস্য ও নারী সদস্যদের নিয়ে হজরত শাহ মখদুম (র.) ও জাতীয়...

রাজশাহী: রাজশাহী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার পরিষদের সদস্য ও নারী সদস্যদের নিয়ে হজরত শাহ মখদুম (র.) ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজার জিয়ারত করেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে পরিষদের সদস্যদের নিয়ে তিনি প্রথমেই রাজশাহী মহানগরীর দরগাপাড়ায় হজরত শাহ মখদুমের (র.) মাজারে যান।

এ সময় তারা মাজার জিয়ারত করে মোনাজাত করেন। এরপর পরিষদের সদস্যরা মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজার জিয়ারতে যান।
শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারের ছবি, বাংলানিউজ

এ সময় মোহাম্মদ আলী সরকারের সঙ্গে জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যরা ছাড়াও তার কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন মোহাম্মদ আলী সরকার।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।