ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পদ্মা সেতু

খালেদার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কাদেরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
খালেদার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কাদেরের

ঢাকা: পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তার তথ্য প্রমাণ দিতে হবে। তথ্য প্রমাণ না থাকলে বক্তব্য প্রত্যাহার করতে হবে। তা না করলে খালেদার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

সোমবার (জানুয়ারি ২) বিকেল ৫ টায় মিরপুর ১ নম্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

আওয়ামী লীগ ‍সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নতুন বছরের ১০০ দিনের মধ্যে দলের ঘর গোছাতে হবে।

দলের প্রত্যেক কমিটিতে ২৫ থেকে ৩০ ভাগ মহিলা রাখতে হবে।

এছাড়া ওয়ার্ড পর্যায়ে দলের গণসংযোগে ওবায়দুল কাদের নিজে অংশ নিবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি এখন বড় চ্যালেঞ্জ। এমপি লিটন হত্যার ঘটনায় উগ্রবাদী শক্তিকে চরম মাশুল দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।