ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রায়গঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
রায়গঞ্জে যুবলীগ নেতাকে পিটিয়ে জখম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টোকে (৩৮) পিটিয়ে জখম করেছে দূর্বত্তরা। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চান্দাইকোনা বাজার এলাকায় তাকে পিটিয়ে আহত করা হয়। আহত জুলফিকার আলী ভুট্টো একই ইউনিয়নের সিমলা গ্রামের আসলাম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী রায়গঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম শিহাব বাংলানিউজকে জানান, চান্দাইকোনায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন ভুট্টো। এ সময় চান্দাইকোনা ব্যাটারিপাড়া এলাকার আনুর নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল আচমকা তার উপর হামলা চালায়।



পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় ভুট্টোকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালাতে পারে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।