ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সময়ের আগেই উন্নত আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
সময়ের আগেই উন্নত আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ

ঝালকাঠি: শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করা। কিন্তু যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের আগেই দেশ উন্নত আয়ের দেশে পরিণত হবে। ইতোমধ্যে বাংলাদেশ নিম্নমধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ে আকলিমা মোয়াজ্জেম হোসেন স্মৃতি মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রশংসনীয় অগ্রগামী ভূমিকায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

পরে মন্ত্রী গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সাচিলাপুর কবি জীবনানন্দ দাশের বাড়ির রাস্তা, পূর্ব বিন্নাপাড়া প্রাথমিক বিদ্যালয় ভবন এবং ওস্তাখান ভায়া ফকিরের হাট রাস্তার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমএস/বিএসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।