ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হঠাৎ অসুস্থ আব্দুস সোবহান গোলাপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, ডিসেম্বর ২, ২০১৮
হঠাৎ অসুস্থ আব্দুস সোবহান গোলাপ ড. আব্দুস সোবহান গোলাপ। ছবি-সংগৃহীত

মাদারীপুর: গণসংযোগ করে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আব্দুস সোবহান গোলাপ। তাৎক্ষণিকভাবে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান জানান, রোববার (২ ডিসেম্বর) সকালে নির্বাচনী এলাকা কেন্দুয়া ইউনিয়নে গণসংযোগ করে মস্তফাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুস সোবহান গোলাপ। এসময় তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা বলেছেন, আব্দুস সোবহান গোলাপ বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।