ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, ডিসেম্বর ৬, ২০১৮
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি গ্রেফতার

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন সুফিয়ানুল করিম চৌধরীকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) ভোরে নিজ বাড়ি ফেঞ্চুগঞ্জের করিমপুর থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।  

গ্রেফতারের পর তাকে সিলেটে ডিবি কার্যালয়ে আনা হয়।

সেখান থেকে সুফিয়ানকে কোতোয়ালি মডেল থানা পুলিশ হেফাজতে রাখা হয়।  

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।