ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঐক্যফ্রন্ট-বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, ডিসেম্বর ৭, ২০১৮
ঐক্যফ্রন্ট-বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ফাইল ছবি

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্ট ও তার শরিক বিএনপির ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে।

রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয় থেকে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গণফোরামের মিডিয়া উইংয়ের সদস্য লতিফুল বারী হামীম।  

বাংলানিউজকে তিনি বলেন, গণফোরাম কার্যালয় থেকে জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট তথ্য মতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৩ শরিক দল ও ২০ দলীয় জোটের ১৯ দলকে প্রায় ৬০টি আসন ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে জোটের প্রধান দল বিএনপি। তবে এই সংখ্যা কমবেশি হতে পারে বলেও জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।