ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচনে আ’লীগের বিজয় শুধু সময়ের ব্যাপার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, ডিসেম্বর ৯, ২০১৮
‘নির্বাচনে আ’লীগের বিজয় শুধু সময়ের ব্যাপার’ সংবাদ সম্মেলনে মুজিব সেনা ঐক্য লীগের নেতারা/ছবি: বাংলানিউজ

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় শুধু সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মমতাজ হোসেন।

রোববার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুজিব সেনা ঐক্য লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় নির্বাচনের দিন বিএনপি ও তাদের জোটের শরিক অন্য দলগুলোকে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে তাতে দেশের সাধারণ জনগণ খুব সহজভাবেই বোঝে দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিতে হলে বর্তমান সরকারের বিকল্প নেই। তারা জানে বিএনপি-জামায়াত কীভাবে দেশের ক্ষতি করেছে। তাদের হাতে দেশ কখনোই নিরাপদ নয়।

জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ও সংবর্ধনার এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি এইচ এম আসাদ, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান মোল্লাসহ বিভিন্ন নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।