ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি প্রার্থীর নির্বাচনী সভা পণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৩, ডিসেম্বর ১১, ২০১৮
অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি প্রার্থীর নির্বাচনী সভা পণ্ড বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাক-বিতণ্ডা-ছবি-বাংলানিউজ

ফেনী: ফেনীর সোনাগাজীতে অভ্যন্তরীণ কোন্দলের জেরে নির্বাচনী সভা করতে পারেনি বিএনপি প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ভাই আকবর হোসেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে সোনাগাজীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভার আয়োজন করে উপজেলা বিএনপি। খবর পেয়ে সেখানে যায় পৌর যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে যুবদল কর্মীরা।

 

পরে সভায় দাওয়াত নিয়ে উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও ধানের শীষের প্রার্থী আকবর হোসেনের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে সভা না করেই ফিরে যায় বিএনপির প্রার্থী।

সোনাগাজী পৌর যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জানান, উপজেলা বিএনপির নেতারা যুবদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মূল্যায়ন না করেই সভার আয়োজন করায় আমরা সভা করতে দেয়নি।

উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, আমরা অনেককে সভার কথা জানিয়েছি। বিএনপি একটি বড় দল এখানে জনে জনে দাওয়াত দেওয়ার সুযোগ নেই।  

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কামাল উদ্দিন বলেন, বিএনপির দুই গ্রুপের কোন্দলের কারণে তাদের নির্বাচনী জনসভা পণ্ড হয়ে গেছে বলে শুনেছি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসএইচডি/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।