ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, ডিসেম্বর ১১, ২০১৮
রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজাপুরের বাঘড়ি বাজার থেকে নাসিম আকনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ২২ অক্টোবর পুলিশের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নাসিম আকনকে গ্রেফতার করা হয়েছে।

যার সত্যতা নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মাইনুদ্দিন।

এদিকে সোমবার রাতে অভিযান চালিয়ে রাজাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের ইলিয়াস সিকদার ও ছাত্রদল নেতা গোলাম আজমকে আটক করা হয়।  

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ দাবি করেছেন তাদের নির্বাচনী কার্যক্রম নষ্ট করার জন্য নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।