ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিলেটে সমাবেশ করবে না ঐক্যফ্রন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, ডিসেম্বর ১২, ২০১৮
সিলেটে সমাবেশ করবে না ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা (ফাইল ফটো)

সিলেট: সিলেটে সমাবেশ নয়, শুধু মাজার জিয়ারত করেই আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। 

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় নগরের রেজিস্ট্রারি মাঠে ড. কামাল হোসেনের নেতৃত্বে সমাবেশ হওয়ার কথা ছিলো। তবে সমাবেশ না করে শুধু মাজার জিয়ারত করেই সিলেটে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন ঐক্যফ্রন্ট নেতারা।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বলেন, জনসভার প্রস্তুতি থাকলেও তা হচ্ছে না। কেবল গণসংযোগ করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

তবে মাজার জিয়ারত শেষে গণসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন নেতারা।

ড. কামাল ছাড়াও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ জোটের শীর্ষ নেতারা সিলেটে আসছেন বলে জানা গেছে।

এরআগে গত ২৪ অক্টোবর সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সমাবেশের মধ্যদিয়ে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।