ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে জনগণকে স্বাধীনভাবে ভোটাধিকার দেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, ডিসেম্বর ১৬, ২০১৮
নির্বাচনে জনগণকে স্বাধীনভাবে ভোটাধিকার দেওয়ার দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় মিছিল

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাধীনভাবে ভোটাধিকার দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষে জানানো হয়, দেশের মানুষ এখন ভোটাধিকারবঞ্চিত। তাই আগামী নির্বাচনে প্রতিটি নাগরিক যেন ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিতে পারেন সে নিশ্চয়তা সরকারকে দিতে হবে।

রোববার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় মিছিল শেষে প্রেসক্লাবের সামনে এ দাবি জানানো হয়।  

ঢাকা-৮ (শাহবাগ, পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ব্যানারে এই বিজয় মিছিলের আয়োজন করা হয়।

 

বিজয় মিছিল শেষে দলের পক্ষে ইমতিয়াজ আলম বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরও দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এজন্য দেশের প্রতিটি নাগরিক যাতে নিরাপদে ভোট দিতে পারেন সরকারকে সে ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও দেশে মানুষকে হত্যা, গুম করা হয়েছে। পাশাপাশি ভোট ডাকাতির মতো ঘটনাও ঘটেছে।

ইমতিয়াজ আলম বলেন, আমরা এমন স্বাধীন রাষ্ট্র দেখতে চাই না। এছাড়া স্বাধীনতার পর এ পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে তারা দেশের জনগণের অধিকার আদায়ে কোনো কাজ করেনি।  

তাই জনগণের অধিকার আদায়, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।