ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা বাবুলকে আটকের অভিযোগ  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, ডিসেম্বর ১৭, ২০১৮
বিএনপি নেতা বাবুলকে আটকের অভিযোগ  

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে অভিযোগ করেছে দলটি। 

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলানিউজকে বলেন, আমরা একটু আগে খবর পেয়েছি, আমাদের দলের সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শহিদুল ইসলাম বাবুলকে আটক করেছে ডিবি পুলিশ।

আমি তাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি।  

বিএনপির অভিযোগ, দেশজুড়ে বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি প্রার্থীও রয়েছেন। নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ করলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।  

একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারাভিযানে বাধা দেওয়ারও অভিযোগ করছেন জোটের নেতারা।  
 
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর  ১৭, ২০১৮
টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।