ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, ডিসেম্বর ১৭, ২০১৮
সৈয়দপুরে জামায়াতের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আকতার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।

 

নীলফামারী-৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন সৈয়দপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আকতার হোসেন। এসময় তাকে গ্রেফতার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।  

আকতার হোসেন শহরের বাঁশবাড়ি এলাকার মৃত গওহর আলীর ছেলে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।