ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিলেট-১ আসনে মহাজোট প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২২, ডিসেম্বর ১৮, ২০১৮
সিলেট-১ আসনে মহাজোট প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ পোস্টার। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট-১ আসনে মহাজোটের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ ডিসেম্বর) নগরের বিভিন্ন স্থানে টানানো পোস্টার খুঁটির সঙ্গে ছেঁড়া অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে ড. এ কে আব্দুল মোমেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কাজী এমদাদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেছেন।

  
 
ড. মোমেন বলেন, পোস্টার ছিঁড়ার ঘটনায় তাজ্জব (আশ্চর্য) হয়েছি। দু’দিন ধরে পোস্টার ছিঁড়া হচ্ছে।

তিনি বলেন, আমরা চাচ্ছি, একটি আদর্শ নির্বাচন। কিন্তু ভয় হলো যারা এগুলো করছে, তারা নির্বাচনের জন্য বড় বাধা। তবে কে বা কারা পোস্টার ছিঁড়েছে এ বিষয়ে নির্দিষ্ট করে অভিযোগে কিছু উল্লেখ করেননি তিনি।
 
এদিন আঞ্জুমানে আল ইসলাহ সদর উপজেলা ও মহানগর শাখা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন ড. মোমেন। এছাড়া কাঁচাবাজার ট্রেড সেন্টার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে প্রচারণা এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ও ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।