ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাংনী উপজেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
গাংনী উপজেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

মেহেরপুর: নাশকতার মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল হান্নানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হিজলবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। হান্নান ওই গ্রামের মুন্সিপাড়ার ইছাহাক আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ছাত্রদল সভাপতি হান্নানকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন ও বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন। তাকে মুক্তি দেওয়ারও আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।