ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরগুনায় বিএনপি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
বরগুনায় বিএনপি নেতা আটক ছবি : প্রতীকী

বরগুনা: বরগুনা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তারিকুজ্জামান টিটুকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর সাড়ে ৯টার দিকে বরগুনার চরকলোনী এলাকার ধানের শীষ প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য টিটুকে থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএমইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।