ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় ঐক্যফ্রন্ট’র জরুরি বৈঠক সোমবার     

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
জাতীয় ঐক্যফ্রন্ট’র জরুরি বৈঠক সোমবার      জাতীয় ঐক্যফ্রন্ট’র জরুরি বৈঠক সোমবার     

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্ট- এর স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন জোট নেতা ড. কামাল হোসেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার মতিঝিলের চেম্বারে এ বৈঠক হবে।

জাতীয় ঐক্যফ্রন্ট’র দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় বাংলানিউজকে এ তথ্য জানান।

 

জানা গেছে, রোববার ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলা ও ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনে কর্মসূচি নিয়ে বৈঠকে  আলোচনা হবে।  

সুত্র জানায়, বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা,  ডিসেম্বর ২২,  ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।