ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

করোনা: ছাত্রদলের কর্মসূচি স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, মার্চ ১০, ২০২০
করোনা: ছাত্রদলের কর্মসূচি স্থগিত

ঢাকা: করোনা ভাইরাস আতঙ্কে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সাত্তার পাটোয়ারী বলেন, মঙ্গলবার পূর্বঘোষিত দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ মাহফিল ও জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে প্রতিবাদ সমাবেশ বাতিল করা হয়েছে।

তিনি বলেন, মূল দল বিএনপির নির্দেশেই এসব কর্মসূচি বাতিল করা হয়েছে।

মঙ্গলবারের বাতিল করা দু’টি কর্মসূচির মধ্যে ছিল, খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ।

অপরদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলু, ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা মিজানুল ইসলাম, সাকিবুল হাসান, আরিফুল ইসলাম ও সজিব মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

তিনি বলেন, ঘোষিত এসব কর্মসূচি বাতিলের পাশাপাশি মূল দলের নির্দেশ না পাওয়া পর্যন্ত আপাতত বড় কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।