ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোট কেন্দ্রের সামনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ২ কর্মীকে কুপিয়ে জখম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
ভোট কেন্দ্রের সামনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ২ কর্মীকে কুপিয়ে জখম 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের আবুল কালাম আজাদের কর্মীদের বিরুদ্ধে।  

রোববার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ভোট কেন্দ্র ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহতরা হলেন, ইউনিয়নের জোড়াঘাটা গ্রামের হুচুকপাড়ার আব্দুস সাত্তারের দুই ছেলে রাজু আহমেদ ওরফে রাজিব (২৮) ও তারই ছোট ভাই রাসেল (২৩)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ও আলুকদিয়া ইউনিয়নের আনারস প্রতীকের ইসলাম উদ্দিন বিশ্বাস।

আহতরা বলেন- আমরা আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন বিশ্বাসের কর্মী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঝোড়াঘাটা গ্রামের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ভোট দেয়ার জন্য অবস্থান করছিলাম। এসময় নৌকা প্রতীকের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াদেহ মাহমুদ রবিন জানান, একজনের পশ্চাৎদেশে ও অপর আরেক জনের হাতে কোপের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা জানি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।