ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

কাপ্তাই হ্রদে পানিস্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
কাপ্তাই হ্রদে পানিস্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন কাপ্তাই হ্রদ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কমেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রটি থেকে এমন তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি জানায়, দ্রুত সময়ের মধ্যে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার কারণে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। মাত্র সচল একটি ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৯৬ ফিট এমএসএল। কিন্তু তা কমায় পানি আছে ৮৫ দশমিক ৫৪ ফিট এমএসএল।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ.টি এম আব্দুজ্জাহের বলেন, কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমছে। যে কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে পানি থাকলে কেন্দ্রের পাঁচটি ইউনিট হতে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।