ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ-জ্বালানিখাতে বাজেট সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বিদ্যুৎ-জ্বালানিখাতে বাজেট সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

ঢাকা: বিদ্যুৎ ও জ্বালানিখাতে বাজেট সহায়তার ব্যাপারে আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বাংলাদেশের সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদলের সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এ আশ্বাস দেন ৷

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলকে তিনি দায়িত্ব নেওয়ার পর স্বল্প সময়ে বিদ্যুৎ ও জ্বালানিখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য যেসব কার্যক্রম নিয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

ফাওজুল কবির খান বলেন, তিনি বড় প্রকল্পের পরিবর্তে ছোটো ছোটো প্রকল্পের মাধ্যমে স্বল্প খরচে দ্রুততম সময়ে সেগুলো বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। এ সময় নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ওপরও তিনি গুরুত্বারোপ করেছেন বলে তাদের জানান।

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বর্তমান সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।  

ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ ও জ্বালানিখাতে বাজেট সহায়তার ব্যাপারে আশ্বাস দেন।  

এ সময় মার্টিন রেইজার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন এবং ভবিষ্যতে কম মূল্যে জ্বালানি ক্রয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয় সচিব আবদুল বাকী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।