ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সালতামামি

২০১৭ সালের সেরা ১০ বিদেশি সিনেমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
২০১৭ সালের সেরা ১০ বিদেশি সিনেমা ২০১৭ সালের সেরা ১০ বিদেশি সিনেমা

ঢাকা: ডিসেম্বর প্রায় শেষ হতে চলেছে। সময় এসেছে বছরটার দিকে ফিরে তাকানোর। অনেক বিষয়ের সঙ্গে দেখে নেওয়া যাক এ বছর মুক্তি পাওয়া সেরা ১০ বিদেশি মুভি।

যারা মুভিগুলো এখনও দেখেননি, এক বাটি পপকর্ন হাতে নিয়ে নিশ্চিন্তে বসে পড়ুন উপভোগ করতে। ডাউনসাইজিং১ ডাউনসাইজিং (Downsizing)
বিশ্বের জনসংখ্যা সমস্যার অদ্ভুত এক সমাধান এসেছে মানুষের হাতে।

দেহের আকৃতিটা ছোট করে ফেলুন, একেবারে তেলাপোকার সমান। আর ছোট আকৃতিরও রয়েছে নানা সুবিধা। ছোট আকৃতির মানুষদের জন্য রয়েছে আলাদা একটি এলাকা। সেখানে দালানকোঠা, গাড়ি-বাড়ি, কলকারখানা সব কিছুই ছোট আকৃতির। মাত্র ৫২ ডলার ডাউনসাইজিং’য়ের দুনিয়ায় প্রায় ১২.৫ মিলিয়ন ডলারের সমান। সেখানে আবার বসবাসের খরচও কম। এসব সুযোগ-সুবিধার আশায় মিডওয়েস্টার্ন দম্পতি ম্যাট দ্যামন ও ক্রিস্টেন উইগ নিজেদের আকৃতি ছোট করার সিদ্ধান্ত নিলেন। তাদের এ অ্যাডভেঞ্চার নিয়েই কমেডি-সায়েন্সফিকশন মুভি ‘ডাউনসাইজিং’। এ ঘোস্ট স্টোরি এ ঘোস্ট স্টোরি (A Ghost Story)

মৃত্যুর পর যদি ভূত হয়ে অনন্তকাল এ পৃথিবীতে ঘুরে বেড়ায় মানুষের আত্মা, তবে ব্যাপারটা কেমন দাঁড়াবে? তেমনি এক ব্যক্তি মৃত্যুর পর আবারও যোগাযোগ করার চেষ্টা করে তার ভালোবাসার মানুষটির সঙ্গে। এভাবেই এগিয়ে চলে ডেভিড লরি রচিত ও পরিচালিত ‘এ ঘোস্ট স্টোরি’র কাহিনী। দেয়ার ফাইনেস্টদেয়ার ফাইনেস্ট

একজন সাবেক সরকারি কর্মাকর্তা রাষ্ট্রীয় প্রোপাগান্ডামূলক চলচ্চিত্র নির্মাণের উদ্দেশে একজন স্ক্রিপ্ট রাইটার নিয়োগ দেন। ভালোই চলছিল চলচ্চিত্র নির্মাণের কাজ। কিন্তু হঠাৎই শত্রুপক্ষের প্লেন হামলায় মোড় নেয় ‘দেয়ার ফাইনেস্ট’ সিনেমার কাহিনী। লেডি বার্ডলেডি বার্ড
অল্পবয়স্ক এক তরুণীর অ্যাডভেঞ্চার কাহিনী নিয়ে নির্মিত ‘লেডি বার্ড’। উত্তর ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ওই তরুণী মনে প্রাণে ঘৃণা করে ক্যালিফোর্নিয়াকে। সে যেতে চায় পূর্ব উপকূলবর্তী কোনো এক শহরে। শুরু হয় অ্যাডভেঞ্চার। দ্য ফ্লোরিডা প্রোজেক্টদ্য ফ্লোরিডা প্রোজেক্ট
শিশুদের নিয়ে মজার কোনো সিনেমা দেখতে চাইলে ‘দ্য ফ্লোরিডা প্রোজেক্ট’ হবে আদর্শ। ছয় বছর বয়সী দুষ্টু মেয়ে মুনি ও তার খেলার সাথীদের সঙ্গে দর্শককে মজার এক অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে এ সিনেমা। গেট আউটগেট আউট

এক আফ্রিকান-আমেরিকান তরুণ প্রথবারের মতো বান্ধবীর বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। যে যাত্রাটি মধুর হওয়ার কথা ছিল, সেটাই পরিণত হয় দুঃস্বপ্নে। ‘গেট আউট’ সিনেমার কাহিনী যত এগোতে থাকে, ততই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এসে উপস্থিত হয় পর্দায়। গেট আউটগুড টাইম
একজন ব্যাংক ডাকাত ও তার মানসিক অসুস্থ ভাইয়ের কাহিনী উঠে এসেছে ‘গুড টাইম’ সিনেমায়। ব্যাংক ডাকাতির অভিযোগে ফেঁসে যায় অসুস্থ ভাইটি, যেতে হবে কারাগারে। ভাইকে কারাগার থেকে মুক্ত করতে জীবন-মরণ লড়াইয়ে নামে ওই ব্যাংক ডাকাত। প্যাডিংটনপ্যাডিংটন

অল্পবয়সী এক পেরুভিয়ান ভালুক বাড়ির খোঁজে পথ ভুল করে লন্ডন চলে আসে। জীবনধারণের তাগিদে প্যাডিংটং রেলস্টেশনে শুরু করে ভিক্ষা। সেখানে তার সঙ্গে পরিচয় হয় দয়ালু ব্রাউন পরিবারের সঙ্গে। ব্রাউন পরিবারের সঙ্গে পেরুভিয়ান ভালুকের মজার কাহিনী ‘প্যাডিংটন’।  হ্যাপি ইন্ডহ্যাপি ইন্ড
ব্যবসায়ী পরিবারের তিন প্রজন্মের তিন সদস্যের উপর নির্মিত মিখায়েল হানেক পরিচালিত ‘হ্যাপি ইন্ড’। তিনজনেরই আবার তিন রকম উদ্ভট উদ্ভট স্বভাব। এ সিনেমায় দেখা মিলবে ইউরোপের শরণার্থী সঙ্কটের চিত্র। দ্য শেপ অব ওয়াটারদ্য শেপ অব ওয়াটার

১৯৬০ সালের দিককার একটি গবেষণাগার। আজব আজব বিষয়ের উপর গবেষণা হয় সেখানে। সেখানকার একজন বাকশক্তিহীন এক তত্ত্বাবধায়ক প্রেমে পড়ে যান গবেষণার জন্য আনা এক অদ্ভুত জলজ প্রাণীর। এরকমই আজব প্রেমের কাহিনী দেখা যাবে এ সিনেমায়।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।