ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩, মিলেছে ২ জনের পরিচয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, এপ্রিল ২৩, ২০২৫
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩, মিলেছে ২ জনের পরিচয় প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- কুমিল্লার দেবিদ্বারের মোখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও কুমিল্লা রেলওয়ে এলাকার মো. তুহিন (১৭)।  

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানাই।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।  

** কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।