বরিশাল: বরিশালের লাকুটিয়া খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। প্রথমদিন এতে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের অর্ধশত তরুণ সদস্য।
শনিবার (১ মে) সকাল ৯টায় বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স (আর আর এফ) পুলিশ লাইনসের সামনে থেকে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়। যেখানে অর্ধশত তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে খালটি পরিষ্কার কাজে হাত দেয়। শুরুতে তারা খালের পানিতে থাকা কচুরিপানা ও ময়লা আবর্জনা সরানোর পাশাপাশি প্রতিবন্ধকতাগুলোও অপসারণের কাজ শুরু করে। এ কাজে তাদের বরিশাল সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা করছে।
বিডিক্লিন বরিশালের বিভাগীয় সমন্বায়ক জায়েদ ইরফান জানান, বরিশাল নগরীর জলাবদ্ধতা দূর করতে হলে প্রথমেই খাল পরিষ্কার ও খালের পাড় দখলমুক্ত করে পুনরুদ্ধার করা দরকার। এজন্য খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর দীর্ঘদিন ধরে লাকুটিয়া খালটি পরিষ্কার করা হয়নি। ফলে পানিপ্রবাহ চলমান না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হতো। এটি পরিষ্কার করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক হবে। যার ফলে কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি মশার উপদ্রবও কমবে।
জেএইচ