ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ছদ্মবেশ ধরেও রক্ষা পেলেন না ৩৩ মামলার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, মে ৭, ২০২৫
ছদ্মবেশ ধরেও রক্ষা পেলেন না ৩৩ মামলার আসামি গ্রেপ্তার কাজী তারেক ওরফে তরিকুল ইসলাম

যশোরে মাদক ও অস্ত্র চোরাচালানের অন্যতম হোতা, চিহ্নিত সন্ত্রাসী ও ১৫ মামলার ওয়ারেন্টভুক্তসহ ৩৩ মামলার আসামি কাজী তারেক ওরফে তরিকুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে থাকা কাজী তারেককে বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের খড়কি পূর্বপাড়া (কলেজ গেট) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কাজী তারেক শংকরপুর সার গোডাউন এলাকার মৃত জালাল উদ্দিন ওরফে পিয়ারু কাজীর ছেলে। বুধবার ডিবি পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

তারেককে আদালতে সোপর্দ করা হচ্ছে বলেও জানানো হয় ডিবি পুলিশের পক্ষ থেকে।

ডিবি জানায়, গ্রেপ্তার তারেকের নামে যেসব মামলা রয়েছে তার মধ্যে একটি খুন, একটি অস্ত্র, দুটি বিস্ফোরক, ১৯টি মাদক, ছয়টি চোরাচালান এবং অন্যান্য চারটি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১৫টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে কারণে তারেক দীর্ঘদিন ছদ্মবেশ ধরে আত্মগোপন করেছিল।

ডিবি আরও জানায়, ছদ্মবেশ ধারণ করে কাজী তারেক মাদক, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধী চক্র নিয়ন্ত্রণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।

এদিকে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কাজী তারেক মূলত হেরোইনের হোল সেলার হিসেবে পরিচিত ছিলেন। তিনি যশোর ছাড়াও অন্যান্য জেলাতে হেরোইন সরবরাহ করতেন। এ কাজে তিনি একটি বিশাল সন্ত্রাসী চক্র গড়ে তোলেন। এই চক্রের সদস্যরা মাদকের পাশাপাশি অস্ত্রের ব্যবসাও শুরু করেন।

এরই মধ্যে বেশ কয়েকটি সন্ত্রাসী ঘটনা এবং একটি হত্যাকাণ্ডে তারেকের সম্পৃক্ততার বিষয়ে পুলিশ বেশ সক্রিয় হয়ে উঠলে আত্মগোপনে চলে যান তিনি। ধারণ করেন ছদ্মবেশ। তবে তিনি কখনোই নিজের অবৈধ ব্যবসা ছাড়েননি বলে এলাকাবাসী জানিয়েছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।