রাজশাহী: গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে অভিমান করে ঘর ছেড়ে আসা আট বছরের এক ছোট্ট শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছি বাজার এলাকা থেকে পবা থানা পুলিশ তাকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ওই শিশুর নাম রোহান হোসেন নূর (৮)। সে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার মির্জাপুর এলাকার মামুন হোসেন ও রুকসানা দম্পতির ছেলে।
বুধবার (৭ মে) দুপুরে শিশুর বাবা-মা আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে উপস্থিত হন। এরপর জাতীয় পরিচয়পত্র যাচাইবাছাই শেষে তাদের জিম্মায় ওই শিশুকে আরএমপির পক্ষ থেকে হস্তান্তর করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছি বাজার এলাকায় এক ব্যক্তি শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে তা জানাতে না পারায়, শিশুটিকে তিনি বড়গাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে পবা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম শিশুটির নাম, বাবা-মায়ের নাম ও একটি মোবাইল নম্বর জানতে সক্ষম হন। শিশুটি জানায়, সে তার বাবার ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এসেছে এবং ঢাকার দিক থেকে রাজশাহীতে চলে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী শিশুটির মায়ের মোবাইল নম্বরে যোগাযোগ করা হয় এবং আংশিক ঠিকানা ধরে জয়দেবপুর থানার সহযোগিতায় শিশুটির সঠিক ঠিকানা শনাক্ত করা হয়। পরবর্তীতে বুধবার দুপুরে শিশুর বাবা-মা আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে উপস্থিত হলে জাতীয় পরিচয়পত্র যাচাইবাছাই শেষে তাদের জিম্মায় প্রদান করা হয়।
শিশু রোহান হোসেন নূরকে তার পরিবারের সদস্যরা সুস্থভাবে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা আরএমপির পবা থানা পুলিশ ও ভিকিটম সাপোর্ট সেন্টারে কর্মরত সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এসএস/জেএইচ