ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফাইন ফুডসের এজিএমের স্থান পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
ফাইন ফুডসের এজিএমের স্থান পরিবর্তন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ফাইন ফুডস লিমিটেড কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর নিউমার্কেটের নিউমার্কেট সিটি কমপ্লেক্সে এই সভা হবে।

এর আগে কিশোরগঞ্জের কটিয়াদিতে কোম্পানির প্রকল্প-১ এ এজিএম হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানিটি ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেনি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৪ নভেম্বর।

বাংলাদেশ সময় : ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।