ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিএসসিসিএল'র মুনাফা কমলেও বেড়েছে ইস্টার্ন ক্যাবলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
বিএসসিসিএল'র মুনাফা কমলেও বেড়েছে ইস্টার্ন ক্যাবলের

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির মুনাফা গত অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১৪) কমলেও বেড়েছে ইস্টার্ন ক্যাবলের।

সম্প্রতি প্রকাশিত কোম্পানি দুটির অর্ধবার্ষিকীর (জুলাই থেকে ডিসেম্বর-২০১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।


 
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল: অর্ধবার্ষিকীতে এ কোম্পানিটির মুনাফা হয়েছে ৫ কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৩৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ২৪ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১.৬৪ টাকা।

অন্যদিকে, গত তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৪) কোম্পানিটির মুনাফা হয়েছে ২ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১০ কোটি ৪ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৬৯ টাকা।

ইস্টার্ন ক্যাবল: অর্ধবার্ষিকীতে এ কোম্পানিটির মুনাফা হয়েছে ১ কোটি ৮২ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০.৭৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ১ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৭০ টাকা।

অন্যদিকে, গত তিন মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৪) কোম্পানিটির মুনাফা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা এবং ইপিএস হয়েছে ০.৭৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা এবং ইপিএস ছিল ০.৫২ টাকা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।