ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সাপ্তাহিক শেয়ারবাজার

লেনদেন শীর্ষে লাফার্জ সুরমা, লুজারে ফারইস্ট লাইফ

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
লেনদেন শীর্ষে লাফার্জ সুরমা, লুজারে ফারইস্ট লাইফ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক(২৬-৩০ জুলাই’২০১৫) লেনদেনের শীর্ষে অবস্থান করছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। অন্যদিকে লুজারের শীর্ষে রয়েছে বীমা খাতের ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।



ডিএসই তথ্য সূত্র বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে লেনদেন হওয়া ৫ কার্যদিবসে ১.২৮ শতাংশ বেড়ে লেনদেনের শীর্ষে চলে আসে। সপ্তাহ জুড়ে কোম্পানিটি এক কোটি ৫৪ লাখ ৪১ হাজার ২৬৯টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ১৯৩ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা স্কায়ার ফার্মার শেয়ার লেনদেন বেড়েছে ২.২১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪৮ লাখ ১৪ হাজার ২০৫টি শেয়ার লেনদেন করেছে। যার
বাজার মূল্য ১৩০ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা খুলনা পাওয়ার লিমিটেডের শেয়ার লেনদেন কমেছে ১.২৮ শতাংশ। সপ্তাহ জুড়ে কোম্পানিটি ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৮৮৭টি শেয়ার লেনদেন করে। এর বাজার মূল্য ছিল ১০২ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকা।

বেক্সিমকো ফার্মার মোট ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৮৩০টি শেয়ার লেনদেন করেছে। এর বাজার মূল্য দাঁড়িয়েছে ৯৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার টাকা।

এছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বেক্সিমকো লিমিটেড লেনদেন করেছে ৮৫ কোটি ৪২ লাখ ২১ হাজার টাকা, শাহজিবাজার পাওয়ার ৮৫ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকা, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড ৮২ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা, শাশা ডেনিমসের ৮০ কোটি ৩৮ লাখ ৯ হাজার টাকা, আরএকে সিরামিক ৭৯ কোটি ৩৬ লাখ টাকা এবং এসিআই লিমিটেড লেনদেন করেছে ৭৮ কোটি ৬৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার।

অন্যদিকে সমাপ্ত সপ্তাহে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৯ দশমিক ০৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটি প্রতিদিন ৩৮ লাখ ৫৭ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন করেছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১ কোটি  ৯২ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ দশমিক ৮৩ শতাংশ, লিন্ডে বাংলাদেশের ১১ দশমিক ০৯ শতাংশ,  সাভার রিফেক্টরিজের ১০ দশমিক ১৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮৭ শতাংশ, অ্যাপেক্স ফুটওয়্যারের ৮ দশমিক ৮১ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪২ শতাংশ, মেঘনা সিমেন্টের ৭ দশমিক ৬৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ৭ দশমিক ২৯ শতাংশ ও আরএন স্পিনিং মিলসের ৭ দশমিক ২৬ শতাংশ দর কমেছে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।