ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় লেনদেন ২শ’ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
প্রথম ঘণ্টায় লেনদেন ২শ’ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টা শেষে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে।
 
সোমবার (১০ আগস্ট) প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ২’শ কোটি টাকা।

আর সিএসইতে লেনদেন হয়েছে সাড়ে ৭ কোটি টাকার ওপরে।
 
অপরদিকে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রথম ঘণ্টায় আগের দিনের তুলনায় বেড়েছে ১ পয়েন্ট। সিএসইতে সিএসইএক্স সূচকও বেড়েছে ১ পয়েন্ট।
 
এদিন লেনদেনের শুরুতে ডিএসইতে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। প্রথম ২ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে যায়। সূচকের এ ঊর্ধ্বমুখিতা প্রথম আধা ঘণ্টা অব্যহত থাকে।
 
বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে বাড়ে ১০ পয়েন্ট। এরপর সূচক নিম্নমুখী হতে থাকে বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে যায়।
 
সূচকের এ নিম্নমুখিতা প্রায় ২০ মিনিট অব্যহত থাকে। বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৭ পয়েন্ট। এরপর ঊর্ধ্বমুখী হয় সূচক বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে যায়।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় পয়েন্ট ৩ বেড়ে ৪ হাজার ৮৪৭ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।
 
‌এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২১৬ কোটি ২৩ লাখ টাকা। লেনদেন হওয়া ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড পাওয়ার, ওয়েস্টান মেরিন, ফার কেমিক্যাল, এসপিসিএল, ইফাদ অটোস, সিভিও পেট্রোকেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, অ্যাপোলো ইস্পাত ও বাংলা উইনডোজ।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
 
সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৭টি, কমেছে ৫৪টি ও অপরিবর্তীত রয়েছে ২৫টি।
 
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।