ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার দর বাড়ার কারণ জানেনা তিন কোম্পানি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
শেয়ার দর বাড়ার কারণ জানেনা তিন কোম্পানি

ঢাকা: পুঁজিবাজারে তালিকভুক্ত তিন কোম্পানির শেয়ার দর বাড়ার কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে।

সম্প্রতি সময়ে কোম্পানি ৩টির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।



কোম্পানি দুটি হচ্ছে- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই গত সোমবার(১০ আগস্ট’২০১৫) এ নোটিস পাঠায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৭ কার্যদিবসের মধ্যে মাত্র ৪ দিন জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ১৬ টাকা থেকে বেড়ে ২০ টাকা ৭০ পয়সা পর্যন্ত হয়। শেয়ারটির দর বেড়েছে প্রায় ৪ টাকা ৭০ পয়সা বা ২৯ দশমিক ৩৮ শতাংশ।

গত ১৯ কার্যদিবসের মধ্যে মাত্র ৬ দিন ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর কমেছে। এ সময়ে শেয়ার দর  ৪৬ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৫৬  টাকা ৬০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১০ টাকা ৫০ পয়সা  বা ২২ দশমিক ৭৮ শতাংশ।

একইভাবে গত ১ মাসে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দরও বেশিরভাগ দিনই বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।