ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এবার টানা পতনে শেয়ারবাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এবার টানা পতনে শেয়ারবাজার

ঢাকা: টানা ঊর্ধ্বমুখিতার পর টানা নিম্নমুখিতা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। টানা তিন কার্যদিবস মূল্য সূচকের পতন ঘটেছে উভয় বাজারে।

একই সঙ্গে প্রতিদিনই কমেছে লেনদেনের পরিমাণ।
 
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ আগস্ট) দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৪ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসইএক্স কমেছে ৪৭ পয়েন্ট।
 
এদিকে গত দুই কার্যদিবসের ধারাবাহিকতায় কমেছে লেনদেনের পরিমাণও। দিন শেষে ডিএসইতে আগের দিনের তুলনায় ১১৩ কোটি ৩৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আর সিএসইতে লেনদেন কম হয়েছে ১৪ কোটি ৯৮ লাখ টাকা।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় কমেছে। দিন শেষে ১১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১৭৯টি এবং অপরিবর্তিত আছে ৩০টির দাম। দিন শেষে মোট লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৯৭ লাখ টাকা।
 
অপর শেয়ারবাজার সিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার আগের দিনের তুলনায় দর হারিয়েছে। লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। আর দাম বেড়েছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ৩৭টি। দিন শেষে মোট লেনদেন হয়েছে মাত্র ৩৮ কোটি ১৮ লাখ টাকা।  
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার দিনের শুরুতে ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি পায়। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয় মূল্য সূচকে।

লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে যায়। ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৭ পয়েন্ট।
 
এরপর নিম্নমুখী হয় পড়ে সূচক। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে যায়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক কমে ১ পয়েন্ট।
 
এরপর আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৮ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ১০ পয়েন্ট। সাড়ে ১১টায় বাড়ে ২ পয়েন্ট। দুপুর ১২টায় বাড়ে ৫ পয়েন্ট।
 
এরপর টানা নিম্নমুখিতা দেখা দেয় মূল্য সূচকে। যা দিনের শেষ পর্যন্ত অব্যহ থাকে। দুপুর সাড়ে ১২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে যায়। দুপুর ১টায় কমে ৭ পয়েন্ট। দুপুর ২ টায় কমে ২৫ পয়েন্ট এবং দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড পাওয়ার, ইসিলামী ব্যাংক, ফর কেমিক্যাল, স্কয়ার ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, বেঙ্গল উইন্সডোর, জিপি, অ্যাপোলো ইস্পাত বেক্সিমকো ও লাফার্জ সুরমা সিমেন্ট।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট কমে ৮ হাজার ৯৬০ পয়েন্টে অবস্থান করছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।