ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর দুঃখ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ডিএসইর দুঃখ প্রকাশ

ঢাকা: বুধবার (১২ আগস্ট) নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে না পারায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
 
ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।


 
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বিচ্ছিন্ন অপারেশনাল ইস্যুর কারণে বুধবার সকালে ডিএসইর লেনদেন কার্যক্রম বিলম্বে শুরু হয়। ইস্যুটি ইতোমধ্যে চিহ্নিত করে সমাধান করা হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।