ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে বাড়লো লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
সূচকের সঙ্গে বাড়লো লেনদেন

ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।


 
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৭ পয়েন্ট। আর সিএসইতে সিএসইএক্স সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট।

এদিন লেনদেনের শুরুতে ডিএসইতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৮ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ১১ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে বাড়ে ২৩ পয়েন্ট।
 
এরপর বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে যায়। বেলা সাড়ে ১১টায় বাড়ে ২০ পয়েন্ট। বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ২৩ পয়েন্ট।
 
এরপর সূচক কিছুটা নিম্নমুখী হতে থাকে। দুপুর ১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে যায়। অবশ্য শেষ ঘণ্টার লেনদেনে সূচক আবার ঊর্ধ্বমুখী হয়।

দুপুর ২টায় ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।
 
দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫০ কোটি ১৯ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২১ কোটি ৬২ লাখ টাকা বেশি।

লেনদেন হওয়া ১৫৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১১৬টি এবং অপরিবর্তীত আছে ৪৮টি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মা, অ্যাপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল, ফার কেমিক্যাল, ফ্যামেলি টেক্স, সিঅ্যান্ডএ টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।
 
অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৮ লাখ  টাকা। লেনদেন হওয়ার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ১১৬টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১০২টি এবং অপরিবর্তীত আছে ৩৫টি।
 
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।