ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে কমলো লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
সূচকের সঙ্গে কমলো লেনদেন

ঢাকা: এক দিনের ব্যবধানে আবারও মূল্যসূচক ও লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০
কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৮ পয়েন্ট। আর সিএসই’তে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমেছে।

এদিকে ডিএসই’তে গত ৭ জুলাইয়ের পর সর্বনিম্ন লেনদেন হয়েছে। দিন শেষে ডিএসই’তে মোট লেনদেনের হয়েছে ৪৬৭ কোটি ৭৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১২৯ কোটি ২৩ লাখ টাকা কম।

ডিএসই’তে লেনদেন হওয়া ১৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট আগের দিনের তুলনায় দর হারিয়েছে। দিন শেষে দাম বেড়েছে ১০৮টি কোম্পানির
শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের। আর অপরিবর্তীত আছে ৩৮টির।

অপরদিকে সিএসই’তে ১৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। বেড়েছে ৭৬টি এবং অপরিবর্তীত আছে ৪৩টির দাম।

দিন শেষে সিএসই’তে আগের দিনের তুলনায় ৮ কোটি ৬৬ লাখ টাকা লেনদেন কম হয়েছে। এ শেয়ারবাজারে মোট লেনদেন হয়েছে মাত্র ৩২ কোটি ৭৭ লাখ টাকা। ‍যা গত ২৮ জুনের পর সর্বনিম্ন।

বাজার পর্যালোচনা দেখা গেছে, রোববার লেনদেনের শুরুতে ডিএসই’তে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক
আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট।

এরপর টানা উর্ধ্বমুখীতায় বেলা ১১টায় তা আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে যায়। ১১টা ১০ মিনিটে বাড়ে ১৫ পয়েন্ট। এরপর ধীরে ধীরে
নিম্নমুখী হতে থাকে। বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে যায়।

এরপর আবার কিছুটা উর্ধ্বমুখী হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ১ পয়েন্ট। দুপুর ১২টায় বাড়ে ৪ পয়েন্ট। সাড়ে
১২টায় বাড়ে ৪ পয়েন্ট।

দুপর ১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের অবস্থানে চলে আসে। দুপুর দেড়টায় তা কমে ৭ পয়েন্ট। দুপুর ২টায় কমে ৮ পয়েন্ট এবং দিন শেষে সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩১ পয়েন্টে
অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্যসূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’তে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- এসপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, সিটি ব্যাংক, স্কয়ার
ফার্মা, বিবিএস, বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, অ্যাপেক্স ট্যানারী ও ইউনাইটেড পাওয়ার।

অপর শেয়ার বাজার সিএসই’তে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৯ হাজার ২১ পয়েন্টে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এএসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।