ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৬০ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৬০ কোটি টাকা

ঢাকা: আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (৩১ আগস্ট) প্রথম ঘণ্টার লেনদেনে উভয় বাজারে মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। সেই সঙ্গে লেনদেনে দেখা দিয়েছে স্লথগতি।


 
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘণ্টায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ১৩ পয়েন্ট। আর লেনদেন হয়েছে মাত্র ৬০ কোটি টাকা।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘণ্টার লেনদেনে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ২০ পয়েন্ট। এ বাজারে লেনদেন হয়েছে ৪ কোটি টাকা।
 
এদিন বরাবরের মতো লেনদেনের শুরুতে ডিএসইতে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে যায়।
 
তবে এর ৫ মিনিটের ব্যবধানেই নিম্নমুখী হয়ে পড়ে সূচক। যা লেনদেনের প্রথম ঘণ্টা শেষেও অব্যাহত রয়েছে। সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ৩ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে কমে ৯ পয়েন্ট।

এরপর বেলা ১১টায় কমে ১৪ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে কমে ১৩ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে কমে ১২ পয়েন্ট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় দশমিক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮২৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৬১ লাখ টাকা। লেনদেন হওয়া ১৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। অপরদিকে দাম বেড়েছে ৭৬টি এবং অপরিবর্তীত আছে ৫৫টি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, সিনো বাংলা, খান ব্রাদার পিপি, সিভিও পেট্রোকেমিক্যাল, এসপিসিএল, ন্যাশনাল ফিড, ইউসিবিএল ও বিএসআরএম।
 
অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ৮ হাজার ৯১০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৪ কোটি ৩৯ লাখ টাকা।
 
লেনদেন হওয়া ৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৭২টি এবং অপরিবর্তীত আছে ২৭টি।
 
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।