ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে বাড়লো লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
সূচকের সঙ্গে বাড়লো লেনদেন

ঢাকা: একদিনের ব্যবধানেই ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থান ঘটেছে।

সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ২২ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট।

দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৪৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৮৭ কোটি ২ লাখ টাকা বেশি। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৮ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৯ কোটি ১৩ লাখ টাকা বেশি।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া অর্ধেকের বেশি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দিনশেষে ১৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম বেড়েছে। অপরদিকে কমেছে ৯৬টি এবং অপরিবর্তীত আছে ৫০টির দাম।

অপর শেয়ারবাজার সিএসইতেও লেনদেন হওয়া ১১৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৮৬টির এবং অপরিবর্তীত আছে ৪৩টি।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, আমান ফিড, বিএসআরএম স্টিল, গ্রামণীফোন, ইফাদ অটোস, বিএসআরএম, আরএকে সিরামিক ও বেক্সিমকো।

বাজার পর্যালোচনা দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৮ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট।

মূল্য সূচকের এ পজেটিভ অবস্থা লেনদেনের শেষ পর্যন্ত অব্যহত থাকে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ১ পয়েন্ট। বেলা ১১টা ১০ মিনিটে বাড়ে ৪ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ৬ পয়েন্ট। বেলা ১১টা ৩৫ মিনিটে বাড়ে ৯ পয়েন্ট।

শেষ ঘণ্টায় এসে সূচকের উত্থান সবচেয়ে বেশি হয়। দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। দুপুর ১টায় বাড়ে ১১ পয়েন্ট। দুপুর ২টায় বাড়ে ১৭ পয়েন্ট। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।