ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারের দর বৃদ্ধির কারণ জানা নেই শাইনপুকুরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
শেয়ারের দর বৃদ্ধির কারণ জানা নেই শাইনপুকুরের

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকের দর বৃদ্ধি কারণ জানা নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটি বলছে, টানা দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।



শাইনপুকুরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ১০.৩০ টাকা। একমাসের ব্যবধানে এর শেয়ারের দর বেড়ে ৭ অক্টোবর ১৩.১ টাকায় লেনদেন হয়। দর বাড়ার হার ২৭.১৮ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করে মূল্য সংবেদনশীল কোনো তথ্য রয়েছে কি-না তা জানতে চেয়ে ৭ অক্টোবর চিঠি দেয় ডিএসই।

২০১২ সালে সর্বশেষ বিনিয়োগকারীদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয় শাইনপুকুর। বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে এর শেয়ারের লেনদেন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।