ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
সূচকের সঙ্গে কমেছে লেনদেন

ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো মূল্য সূচকের পতন ঘটেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) মূল্য সূচক ও লেনদেন উভয় কমেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ১১ পয়েন্ট। অন্য দু’টি সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচকটি কমেছে ১০ পয়েন্ট। আর ডিএসই শরীয়াহ সূচক কমেছে ৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানেরই দাম আগের দিনের তুলনায় কমেছে। দিন শেষে দর বাড়া কোম্পানির তালিকায় রয়েছে ৭৪টি। অপরদিকে দাম কমার তালিকায় আছে ২১২টি এবং অপরিবর্তিত আছে ৩৫টি। দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৪৩ কোটি ২৫ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- সাইফ পাওয়ার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইফাদ অটোস, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, তিতাস গ্যাস, ওয়ান ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, এমারেল্ড অয়েল ও কাশেম ড্রাইসেল।

আর দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- আল-আরাফাহ ইসলামি ব্যাংক, এক্সিম প্রথম মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিকস, ডিবিএইচ, এমারেল্ড অয়েল, আইপিডিএস, ন্যাশনাল হাউজিং, এসআইবিএল, কাশেম ড্রাইসেল ও ফনিক্স ফাইন্যান্স।
 
অন্যদিকে দাম কমার শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- খান ব্রাদার্স পিপি, সমতা লেদার, আইসিবি ১ম এনআরবি, ইবনে সিনা, বিকন ফার্মা, সায়হাম কটন, ফার্মা এইড, শাইনপুকুর, সিরামিকস, তাল্লু স্পিনিং ও মডার্ন ডাইং।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ২১ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে সিএএসপিআই কমেছে ৩৯ পয়েন্ট, সিএসই-৫০ সূচক দশমিক শূন্য ৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫৫ পয়েন্ট ও সিএসআই ৪ পয়েন্ট কমেছে।

এ বাজারটিতে লেনদেন ২৬ কোটি ২৫ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৯ কোটি ৬১ লাখ টাকা কম। দিন শেষে লেনদেন হওয়া ৬৬টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত আছে ২১টির।
 
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এএসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।