ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উঠানামায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
সূচকের উঠানামায় চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ এপ্রিল) লেনদেনের সাড়ে ১২টা পর্যন্ত প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উঠানামার মধ্য দিয়ে চলছে লেনদেন।

 

এর আগের টানা তিন কার্যদিবস উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

সকালে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় উঠানামা করতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে।
 
অপরবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে।

সকাল সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৩০ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত আছে ৪৮টি।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটির চেয়ে বেশি। লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত আছে ৪০টির।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ১০এপ্রিল, ২০১৬
এমআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।