ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উঠানামায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
সূচকের উঠানামায় চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ এপ্রিল) লেনদেনের প্রধম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উঠানামার মধ্য দিয়ে চলছে লেনদেন।

 

রোববার (১০ এপ্রিল) নিম্নমুখী প্রবণতায় শেয়ারবাজারে লেনদেন হয়েছে।

তবে, তার আগে টানা দুই কার্যদিবস উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

 

সোমবার সকালে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় উঠানামা করতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে।
 
অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৮ হাজার ২৮৩ পয়েন্ট অবস্থান করছে।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৭ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত ৪৭টি।

সিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৪ কোটি টাকা। লেনদেন হওয়া ১০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত ১৬টির।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।