ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে দরপতন হয়েছে। আগের সপ্তাহে টানা দুই কার্যদিবস সূচক বাড়ার পর দরপতন হয়েছে।

দিনভর সূচকের ওঠানামা শেষে রোববার (১৭ এপ্রিল) দেশের উভয় বাজারে কমেছে সূচক, লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এছাড়াও কমেছে দুইবাজারের মূলধন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় আগের দিনের তুলনায় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে চার হাজার ৩৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৩ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের। দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৬ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৭৪ কোটি টাকা কম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৮ হাজার ২২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি টাকা।

লেনদেন হওয়া ২৪১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, ১৩০ কমেছে টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।