ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
ডিএসইতে সূচক কমলেও বেড়েছে সিএসইতে

সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ ডিসেম্বর) দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমলেও বেড়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ঢাকা: সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ ডিসেম্বর) দেশের উভয় বাজারে লেনদেন হয়েছে। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমলেও বেড়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

তবে উভয় বাজারে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।  

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ বেশি থাকায় ডিএসইতে সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। তবে তার আগের টানা দুই কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়।  

বোরবার ডিএসইতে মোট ২২ কোটি ৭৫ লাখ ৯০ হাজার ৫২০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ৭৩৩ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৮০৩ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৩০ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।
 
এদিন তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক ৭৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৪০ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৩ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে ৪৪ কোটি ৫৬ লাখ ৩১ লাখ ৫০৭ টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫৩ কোটি ৫৯ লাখ ১ হাজার ৮৯১ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯ কোটি ৪৯ হাজার ২৮ হাজার টাকা।

লেনদেন হওয়া ২৪৩টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১০৪টির, অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।