ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

নভেম্বরে ডিএসইর রাজস্ব আদায় কমেছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
নভেম্বরে ডিএসইর রাজস্ব আদায় কমেছে

অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাজস্ব আয় কমেছে ৩৫ লাখ ২৪ হাজার ৫১২ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা: অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাজস্ব আয় কমেছে ৩৫ লাখ ২৪ হাজার ৫১২ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১১ মাসে ডিএসই থেকে জাতীয় রাজস্ব র্বোডকে (এনিবআর) মোট ১৩৬ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৮৮২ টাকা রাজস্ব আদায় করা হয়।  

এর মধ্যে নভেম্বর মাসে ডিএসই বিনিয়োগকারীদের এবং উদ্যোক্তা-পরিচালকদের লেনদেনের উপর সরকারকে রাজস্ব আদায় বাবদ অর্থ দিয়েছে ১৫ কোটি ২৭ লাখ ৪২ হাজার ২৩২ টাকা। অক্টোবরে ডিএসই’র রাজস্ব আয় হয়েছিলো ১৫ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৭৪৪ টাকা। যা আগের মাসের তুলনায় ৩৫ লাখ ২৪ হাজার ৫১২ টাকা কম।  

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে তাদের লেনদেন বেড়েছে। তবে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির পরিমাণ কম থাকায় রাজস্ব আয় অক্টোবরের তুলনায় কম হয়েছে।

সূত্র মতে, এর আগের মাস সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছিলো ১০ কোটি ৮৭ লাখ ১৪ হাজার ২১৩ টাকা। আগস্টে আদায় হয়েছিলো ১০ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৭২২ টাকার। আগের মাস জুলাইয়ে হয়েছিলো ৮ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫১১ টাকা।

দুই ধরনের রাজস্ব আদায়ের মধ্যে নভেম্বরে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলোর লেনদেনের উপর আদায় হয়েছে ১৪ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২৮৭ টাকা। এর আগের মাস অক্টোবরে হয়েছিলো ১০ কোটি ৫৬ লাখ ৪ হাজার ৯৭৪ টাকা। সেপ্টেম্বরে হয়েছিলো ৮ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ৮২৭ টাকার। তার আগের মাস আগস্টে হয়েছিলো ৯ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৯৫৯ টাকা। যেখানে জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছিলো ৬ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ১৪৫ টাকার।

অপরদিকে অক্টোবর মাসে উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ২ লাখ ৪৩ হাজার ৯৪৫ টাকা। এর আগের মাসে লেনদেন হয়েছিলো ৫ কোটি ৬ লাখ ৬১ হাজার ৭৭০ টাকা। তার আগের মাস সেপ্টেম্বরে রাজস্ব আয় হয়েছিলো ২ কোটি ১৮ লাখ ২০ হাজার ৩৮৬ টাকা। আগস্টে হয়েছিলো ১ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৭৬৩ টাকা। যেখানে জুলাইয়ে হয়েছিলো ২ কোটি ১০ লাখ ২৮ হাজার ৩৬৬ টাকার।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই জাতীয় রাজস্ব র্বোডকে (এনবিআর) প্রতি মাসে রাজস্ব আদায় জমা দেয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।